আগরতলা ২৬ জানুয়ারি ঃ প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে আজ সকালে আগরতলার গান্ধীঘাটস্থিত গান্ধীবেদি প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্য সরকারের সাধারণ প্রশাসন (পলিটিক্যাল) দপ্তরের সচিব টি কে চাকমা। জাতীয় পতাকা উত্তোলনের পর সচিব শ্রী চাকমা গান্ধীঘাটের শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করেন। শ্রদ্ধা অর্পণ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সচিব টি কে চাকমা বলেন, দেশব্যাপী আজ যথাযোগ্য মর্যাদায় প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে। আজের দিনটি ভারতবর্ষের ঐতিহ্যপূর্ণ একটি দিন। এই দিনটি উদযাপনের মধ্য দিয়ে দেশের সংবিধান রচয়িতা ড. বি আর আম্বেদকরের প্রতিও সম্মান জানানো হচ্ছে। প্রজাতন্ত্র দিবসের এই পবিত্র দিনে তিনি দেশবাসীকে বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে বিশ্বের দরবারে ভারতবর্যের মুখ আরও উজ্জ্বল করার কাজে অঙ্গিকারবদ্ধ হতে আহ্বান জানান।