নয়াদিল্লি, ২৬ জানুয়ারি (হি.স.): ভারতের ৭৪ তম সাধারণতন্ত্র দিবস সব দিক থেকেই এবার ব্যতিক্রমী। এবারের সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে এসেছেন মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাত্তাহ এল-সিসি। তাঁর পাশাপাশি এবার কর্তব্যপথের কুচকাওয়াজে অংশ নিল মিশর সেনাবাহিনী। মিশরীয় সশস্ত্র বাহিনীর সম্মিলিত ব্যান্ড এবং মার্চিং দল এই প্রথমবার ভারতে কুচকাওয়াজে অংশগ্রহণ করল।
দলটির নেতৃত্ব দিলেন কর্নেল মাহমুদ মোহাম্মদ আবদেল ফাত্তাহ এল খারাসাভি। এই কনটিনজেন্টে দেখা গেল ১৪৪ জন সেনাকে। মিশরীয় সেনাবাহিনীর প্রধান সমস্ত বিভাগের প্রতিনিধিদের দেখা গেল সেখানে।

