মা ভারতীর জন্য যারা আত্মবলিদান দিয়েছেন তাঁদের অবদান স্মরণ করার দিন প্রজাতন্ত্র দিবস : ওম বিড়লা

নয়াদিল্লি, ২৬ জানুয়ারি (হি.স.): প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। ৭৪ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে দিল্লিতে নিজ বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। পরে তিনি বলেছেন, মা ভারতীর জন্য যারা আত্মবলিদান দিয়েছেন তাঁদের অবদান স্মরণ করার দিন প্রজাতন্ত্র দিবস।

সমস্ত দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লা বলেছেন, “সমস্ত দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। মা ভারতীর জন্য যারা জীবন দিয়েছেন, যারা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন, তাঁদের অবদানকে স্মরণ করার দিন প্রজাতন্ত্র দিবস। সবচেয়ে বৃহৎ গণতন্ত্রের সংবিধান প্রণয়নে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তাঁদের স্মরণ করার দিনটি আজ।”