জাতীয় যোগাসনে রাজ্য দল ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি।। আসামের গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে চলছে তৃতীয়বর্ষ জাতীয় সিনিয়র যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ। ২৭-‌ ২৯ শে জানুয়ারি হবে আসর। তাতে অংশগ্রহণের জন্য ত্রিপুরা দল বাছাই করা হয়েছে। নির্বাচিত খেলোযাড়রা হলেন:‌ নন্দিতা সেন, অঙ্কিতা দেবনাথ, ইশা পাল, জয়ন্তী দেবনাথ, সৌরভ ঘোষ, সাগ্নিক দেব, দেবাশীষ দেবনাথ, অভিজিৎ দাস । সর্বমোট ৮ জনের সঙ্গে টিম কোচ হিসাবে আছেন  ভবানী বর্ধন ও জাগৃতি চক্রবর্তী। ত্রিপুরা যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের সচিব সমীর সাহা এখবর জানিয়েছেন। তিনি আশা করেন আসরে ভালো ফলাফল করবে ত্রিপুরা। উল্লেখ্য, আজ-ই রাজ্য দল গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *