এগিয়ে চলো সংঘের ধন্যবাদ জ্ঞাপন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি।। অবশেষে ফুটবলের জয় হলো। জয় হয়েছে রাজ্যের ফুটবলপ্রেমীদের। টিএফএ পরিচালিত ২০২২-২৩ রাখাল শীল্ড জয়ের পর, সিনিয়র লীগ শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লীগ চ্যাম্পিয়ন হয়ে এগিয়ে চলো সংঘ এবার-ই দ্বি-মুকুট ঘরে তুলল। এই জয় সংঘের যে সকল সদস্য আজ ইহলোকে নেই তাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। রাজ্যের আপামর ফুটবলপ্রেমীদের দিকে তাকিয়ে সংঘ প্রতিবছর ভালো ফুটবল টীম গঠন করে থাকে ভালো ফুটবল খেলা উপহার দেওয়ার জন্য। গত ১০ জানুয়ারি উমাকান্ত মাঠে এগিয়ে চলো সংঘের কৃতিত্ব ও সাফল্যকে খাটো করার যে একটা অশুভ প্রচেষ্টা শুরু হয়েছিল, মঙ্গলবার তাতে পুরোপুরি জল ঢেলে দেন টিএফএ-র সভাপতি, সহ-সভাপতি ও গভর্নিং বডির সদস্যরা। ফুটবলের স্বার্থে উনারা সঠিক দায়িত্ব পালন করবেন ও সঠিক সিদ্ধান্ত গ্রহন করবেন বলে সংঘের বিশ্বাস। এগিয়ে চলো সংঘ টিএফএ’র গভর্নিং বডির সিদ্ধান্তের প্রতি সম্মান জানাচ্ছে। টিএফএ’র প্রত্যেককে সংঘের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। ফুটবলের স্বার্থে টিএফএ সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে সংঘ বিশ্বাস রাখে। এগিয়ে চলো সংঘ ফুটবলপ্রেমীদের ভালো ফুটবল খেলা উপহার দেওয়ার লক্ষ্যে আগামী ২০২৩-২৪ এর ফুটবল টীম গঠন ইতিমধ্যে শুরু করে দিয়েছে। যাতে করে আগামীতেও তারা দ্বিমুকুট জয় করতে পারে। এগিয়ে চলো সংঘের সাধারণ সম্পাদক সুমন্ত গুপ্ত এক বিবৃতিতে মিডিয়া বন্ধুদের পাশাপাশি ফুটবল দর্শক, আরোক্ষা দপ্তর এবং সংঘের সকল সদস্য সদস্যাদের ধন্যবাদ জানিয়েছেন।