বিপুল পরিমানে গাঁজা গাছ ধ্বংস

আগরতলা, ২৫ জানুয়ারি(হি. স.) : নেশা মুক্ত ত্রিপুরা গঠনে আবারও বড়সড় সাফল্য পেয়েছে কাঞ্চনপুর থানার পুলিশ। কাঞ্চনছড়া ভিলেজ এলাকায় অভিযান চালিয়ে গাঁজা গাছ ধ্বংস করেছে যৌথ বাহিনী। এদিন প্রায় ৫ হাজার গাঁজা গাছ নষ্ট করতে সক্ষম হয়েছে পুলিশ, জানিয়েছেন কাঞ্চনপুর থানার ওসি উদম দেবর্বমা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় পঞ্চাশ লক্ষাধিক টাকা হবে বলে দাবি তাঁর।

ওসি উদম দেবর্বমা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে কাঞ্চনপুরের কাঞ্চনছড়া ভিলেজ এলাকায় অভিযান চালানো হয়েছে। সেখানে বিপুল পরিমাণে গাছ নষ্ট করা হয়েছে। কাঞ্চনপুর থানার পুলিশ, আধাসামরিক বাহিনীর যৌথ অভিযানে ওই সমস্ত গাঁজা গাছ নষ্ট করা সম্ভব হয়েছে, বলেন তিনি।

সাথে তিনি যোগ করেন, ওই অভিযানে প্রায় ৫ হাজার গাঁজা গাছ নষ্ট করা হয়েছে। ধ্বংস করা গাঁজা গাছের বাজার মুল্য আনুমানিক পঞ্চাশ লক্ষাধিক টাকা হবে বলে তিনি জানিয়েছেন।