পাথারকা‌ন্দিতে নিজের বাড়ি থেকে শিশুপুত্র সহ নি‌খোঁজ গৃহবধূ

পাথারকা‌ন্দি (অসম), ২৪ জানুয়ারি (হি.স.) : করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানাধীন বিলবাড়ি গ্রামে নিজের বাড়ি থেকে নয় (৯) বছ‌রের শিশুপুত্র অঙ্কিত সহ জনৈক মমি সিনহা নামের গৃহবধূ নি‌খোঁজ হয়ে গেছেন। এ ঘটনায় চাঞ্চল্য দেখা দি‌য়ে‌ছে পাথারকা‌ন্দিতে।

পাথারকান্দি থানায় স্ত্রীর নিখোঁজ সংক্রান্ত একটি এফআইআর দায়ের করেছেন স্বামী অজিত সিনহা। থানায় দায়েরকৃত এফআইআর-এর অজিত সিনহা লিখেছেন, গত ২০ জানুয়ারি সন্ধ্যা অনুমানিক সা‌ড়ে সাতটা নাগাদ তাঁর স্ত্রী মমি নিজের শিশুসন্তান অঙ্কিতকে নি‌য়ে কোনও এক কাজে ঘর থে‌কে বেরিয়েছিলেন। রাত বাড়ছে, তবুই মমি বাড়ি ফিরছেন না দেখে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। এর পর সম্ভাব্য সর্বত্র খোঁজখবর ক‌রেও স্ত্রী মমিকে পাওয়া যায়‌নি। এফআইআর-এ তিনি নি‌খোঁজ‌ স্ত্রী ও সন্তানকে খোঁজে বের করতে পুলিশের হস্ত‌ক্ষেপ কামনা ক‌রে আবেদন জানান।

এদি‌কে এফআইআর পেয়ে পু‌লিশ মমির সন্ধানে তদন্ত-অভিযানে নেমেছে। কিন্তু এই খবর লেখা পর্যন্ত মা ও ছে‌লের কোনও সন্ধান পাওয়া যায়‌নি বলে জানা গেছে।