গোয়ার মাপুসায় বার ও রেস্তোরাঁয় রহস্যজনক বিস্ফোরণ, তদন্ত শুরু পুলিশের

পানাজি, ২৩ জানুয়ারি (হি.স.): গোয়ার মাপুসায় রহ্স্যজনক বিস্ফোরণে লন্ডভন্ড হয়ে গেল একটি বার ও রেস্তোরাঁ। পুলিশ মনে করছে, গ্যাস সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ হয়েছে। সোমবার ভোররাতে মাপুসার ডাঙ্গুই কলোনিতে অবস্থিত একটি বার ও রেস্তোরাঁর গ্রাউন্ড ফ্লোরে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কেউ আহত হননি।

সোমবার সকালে পুলিশ জানিয়েছে, “প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, একটি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। ঘটনার সময় সেখানে কেউ না থাকায় কোনও আঘাতের ঘটনা ঘটেনি। ফরেনসিক বিশেষজ্ঞদের দল এবং বোমা শনাক্তকরণ এবং নিষ্ক্রিয়করণ স্কোয়াডগুলি জায়গাটিকে নিরীক্ষণ করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।”