নিউহাফলং রেলস্টেশনকে সম্প্রসারণের পাশাপাশি এর সৌন্দর্য বৃদ্ধি হবে, ঘোষণা এনএফ রেলের

হাফলং (অসম), ২১ জানুয়ারি (হি.স.) : লামডিং-বদরপুর ব্রডগেজ রেলপথের নিউহাফলং স্টেশনকে সম্প্রসারণ করার পাশাপাশি স্টেশনের সৌন্দর্য বৃদ্ধি করা হবে, ঘোষণা উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলেওয়ের জেনারেল ম্যানেজার আনসুল গুপ্তার।

শুক্রবার উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার আনসুল গুপ্তা বদরপুর-লামডিং ব্রডগেজ রেলপথ পরিদর্শনে আসেন। জেনারেল ম্যানেজার গুয়াহাটি থেকে শিলচরের কুম্ভিরগ্রাম বিমানবন্দরে অবতরণ করে সড়কপথে বদরপুর এসে এলজি স্পেশাল ট্রেনে সন্ধ্যায় নিউহাফলং স্টেশনে উপস্থিত হন। এখানে এসে নিউহাফলং স্টেশনের যাত্রী স্বাচ্ছন্দ্যের বিষয়টি দেখার পাশাপাশি স্টেশনের বিভিন্ন সুযোগ-সুবিধা খতিয়ে দেখেন তিনি।

এদিন জিএম আনসুল গুপ্তা নিউহাফলং স্টেশনে বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর হাতে নির্মিত কাপড় চাদর ও বিভিন্ন সামগ্রীর স্টল পরিদর্শন করার পাশাপাশি হাফলং স্টেশনে নতুন ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার ও একটি রেস্টেরেন্টের উদ্বোধন করেন। জিএম আনসুল গুপ্তা পাহাড়লাইন পরিদর্শনকালে রেলওয়ে প্যাসেঞ্জার অ্যামিনিটি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কানাইলাল চক্রবর্তী বিভিন্ন দাবি সংবলিত স্মারকপত্র তুলে দেন। তাছাড়া বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর যৌথ সমন্বয় সমিতির পক্ষ থেকেও এক স্মারকপত্র প্রদান করা হয়েছে তাঁকে।

এদিকে রেলওয়ে প্যাসেঞ্জার অ্যামিনিটি অ্যাসোসিয়েশন ও বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর যৌথ সমন্বয় সমিতির পক্ষ থেকে প্রদত্ত স্মারকপত্রে জাটিঙ্গায় রানি মা গাইদিনলিউর মূর্তির পাশ থেকে নিউহাফলং যাওয়ার সংযোগী সড়ক পথটি সংস্কার করার দাবি জানান। এছাড়া নিউহাফলং স্টেশনে কোচ ইন্ডিকেশন সিস্টেম চালু করা আগরতলা-নিউদিল্লি তেজস রাজধানী এক্সপ্রেসের নিউহাফলং স্টেশনে স্টপেজ এবং মাইবাং স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ সহ ফ্লাইওভার নির্মাণ করার দাবি জানানোর পর পাহাড় লাইনের স্টেশনগুলিতে সবগুলি ট্রেনের স্টপেজ ১০ মিনিট করার দাবি জানানো হয় স্মারকপত্রে।

উত্তরপূর্ব সীমান্ত রেলের জিএম আনসুল গুপ্তা জানিয়েছেন, রানি গাইদিনলিউর মূর্তির পয়েন্ট থেকে নিউহাফলং স্টেশনে যাওয়ার সংযোগী পথ শীঘ্রই সংস্কার করা হবে। ইতিমধ্যে এ ব্যাপারে প্রস্তাব পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ হলেই কাজ শুরু হবে। তাছাড়া আগরতলা-নিউদিল্লি তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেনের স্টপেজের জন্য রেল বোর্ডে প্রস্তাব পাঠানো হবে। রেল বোর্ড থেকে এ ব্যাপারে অনুমোদন পাওয়ার পর তেজস রাজধানীর নিউহাফলং স্টেশনে স্টপেজ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শীঘ্রই মাইবাং স্টেশনে কাঞ্চনজঙ্ঘা ট্রেনের স্টপেজ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন এনএফ রেলের জেনারেল ম্যানেজার আনসুল গুপ্তা।