নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারী৷৷ এই বছর নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৭ তম জন্মদিন উপলক্ষে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন সুকল থেকে পুনরায় সুসজ্জিত শোভাযাত্রার আয়োজন করা হয়েছে৷ শনিবার সুকলে সাংবাদিক সম্মেলন করে জানান সুকলের টিচার ইনচার্জ দিব্যেন্দু সেন ৷ এদিন সকালে সুকল মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষা দপ্তরের সচিব শরদেন্দু চৌধুরী, অধিকর্তা এন সি শর্মা, পরিচালন সমিতির সভাপতি রাজীব ভট্টাচার্য৷ সকাল ৮ টায় ছাত্র ছাত্রীদের সমাবেশ৷ এরপর উত্তোলন করা হবে জাতীয় পতাকা৷ সকাল ৯ টা ১৫ মিনিটে বের হবে শোভাযাত্রা৷ তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ২৬ টি বিষয় বস্তুকে নিয়ে শোভাযাত্রায় অংশ নেবে ছাত্র ছাত্রীরা৷
2023-01-21

