দিল্লির শিক্ষা দফতরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন উপ-রাজ্যপাল, শিক্ষকদের উপহাস করা হচ্ছে : সিসোদিয়া

নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): দিল্লির উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়া। তিনি অভিযোগ করেছেন, দিল্লির শিক্ষা দফতরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন উপ-রাজ্যপাল, দিল্লির শিক্ষকদের উপহাস করা হচ্ছে। সাক্সেনাকে লেখা একটি চিঠিতে সিসোদিয়া জানান, শুক্রবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে উপ-রাজ্যপালের লেখা চিঠিটি একটি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছিল এবং শিক্ষা বিভাগের বিরুদ্ধে “মিথ্যা অভিযোগ” আনা হয়েছে দিল্লির ছাত্র এবং শিক্ষকদের “অপমান” করা হয়েছে।

সিসোদিয়া লিখেছেন, “উপ-রাজ্যপাল রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে চিঠিটি লিখেছিলেন এবং তিনি বলেছেন দিল্লির শিক্ষা বিভাগে কোনও কাজ করা হয়নি। তাঁর অভিযোগগুলি আসলে দিল্লির ছাত্র এবং শিক্ষকদের অপমান। আমি উপ-রাজ্যপালকে অনুরোধ করছি আমাদের কাজকে উপহাস না করার জন্য। শিক্ষকরা, যারা বিস্ময়কর কাজ করেছেন।”