কাটিহার, ২১ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের বন্দে ভারত এক্সপ্রেস ফের আক্রান্ত! এবার বিহারের কাটিহারে পাথরের আঘাতে ভাঙল সুপারফাস্ট বন্দে ভারত এক্সপ্রেসের জানালা। ২০ জানুয়ারি (শুক্রবার) বন্দে ভারত এক্সপ্রেসের পাথর ছোড়ার ঘটনাটি ঘটেছে। আরপিএফ জানিয়েছে, পাথর ছোড়ার কারণে কোচ সি-৬-এর ডান দিকের একটি জানালার কাঁচ ভেঙে গিয়েছে।
বিহারের কাটিহার ডিভিশনের আরপিএফ জানিয়েছে, শুক্রবার ডালখোলা-তেলতা রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় পাথর ছোড়ার ঘটনাটি ঘটেছে। ২২৩০২ ডাউন বন্দে ভারত এক্সপ্রেসের কোচ ৬-এর ৭০ নম্বর বার্থের যাত্রীরা এসকর্ট পার্টিকে জানান ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। যে স্থানে ঘটনাটি ঘটেছে সেটি বিহারের কাটিহার জেলার বলরামপুর এলাকার মধ্যে পড়ে। কোনও যাত্রী হতাহত হননি, তবে জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

