ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি।। জয়ের হ্যাট্রিক প্রগতি প্লে সেন্টারের। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে প্রগতি প্লে সেন্টার পরপর তিন ম্যাচে জয়ী হয়ে জয়ের হ্যাটট্রিক করে নিয়েছে। প্রথম ম্যাচে এগিয়ে চলো সংঘ, দ্বিতীয় ম্যাচে কর্নেল চৌমুহনি কোচিং সেন্টারকে হারানোর পর আজ, শনিবার জুট মিল প্লে সেন্টারকে ৩৫ রানে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করে নিয়েছে। খেলা ছিল নীপকো গ্রাউন্ডে। সকাল ন’টায় ম্যাচ শুরুতে টস জিতে প্রগতি প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৩১ ওভার খেলে ১২৬ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে অংশুমান নন্দীর ৩৮ রান সর্বাধিক ছিল। এছাড়া, অর্পণ ভট্টাচার্যের ২৮ রানও উল্লেখ করার মতো। অতিরিক্ত ২১ রান তাদের অনেকটা কাজে এসেছে। জুটমিল প্রে সেন্টারের জয়দীপ সরকার ১৮ রানে তিনটি এবং সায়ন দেব ১২ রানে দুটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে জুট মিল পেয়ে সেন্টার ৯১ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে অয়ন সরকার সর্বাধিক ৩১ রান পেলেও অন্যদের ব্যাটিং ব্যর্থতায় শেষ রক্ষা সম্ভব হয়নি। প্রগতি প্লে সেন্টারের তন্ময় সরকার ২২ রানে ৪টি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। এছাড়া, সুরজ সোম ১৮ রানে তিনটি এবং যসমিত দেবরায় ২১ রানে দুটি উইকেট পেয়েছে।
2023-01-21