নওশেরায় সেনা ইউনিফর্মে অস্ত্রধারী সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি

রাজৌরি (জম্মু ও কাশ্মীর), ২০ জানুয়ারি (হি.স.) : রাজৌরি জেলার নওশেরা সেক্টরের নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন একটি গ্রামে ২৪ ঘন্টা আগে সেনাবাহিনীর ইউনিফর্মে দেখা যাওয়া সন্দেহভাজন সশস্ত্র লোকদের অনুসন্ধান শুক্রবার অব্যাহত । নিরাপত্তা বাহিনী এখনও তাদের কোনও খোঁজ পায়নি।

বৃহস্পতিবার স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। নাকা তল্লাশি বসিয়ে সংশ্লিষ্ট এলাকার সঙ্গে যুক্ত বেশ কয়েকটি যোগাযোগের রুট চেক করা হয়েছে। অন্ধকার নেমে রাত শুরু হওয়ায় জন্য তল্লাশি অভিযান বন্ধ করে দেওয়া হয়। শুক্রবার আবার অনুসন্ধান শুরু হয়েছে। তবে নিরাপত্তা বাহিনী এখনও সন্দেহভাজন সশস্ত্র লোকদের কোনও খোঁজ পায়নি।
সেনা কর্তার মতে, এই সমস্ত এলাকা নিয়ন্ত্রণ রেখা থেকে তিন বা চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে রয়েছে। এই সন্দেহভাজনদের খোঁজা হচ্ছে। উল্লেখ্য, রাজৌরিতে হিন্দুদের গণহত্যার পর সন্দেহভাজন ব্যক্তিদের বেশ কয়েকবার দেখা গেছে।