বৃষ্টির মধ্যে কাঠুয়া থেকে ভারত জোড় যাত্রা শুরু করলেন রাহুল গান্ধী

কাঠুয়া, ২০ জানুয়ারি (হি. স.) : শুক্রবার জম্মু ও কাশ্মীরে ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় দিন। বৃষ্টির মধ্যেও কাঠুয়ার হাটলি মোড় থেকে শুরু হয়েছে ভারত জোড় যাত্রা। প্রচণ্ড ঠান্ডার মধ্যে রাহুল গান্ধীর যাত্রা সকাল ৮টায় হাটলি মোড় থেকে শুরু হয়, চলবে অরোদিয়া পর্যন্ত। এদিকে, রাহুল গান্ধীর সঙ্গেও দেখা করবে ১৬টি প্রতিনিধি দল।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে কন্যাকুমারী থেকে শুরু হওয়া ভারত জোড়ো যাত্রা বৃহস্পতিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরে পৌঁছেছে। পঞ্জাবকে জম্মু ও কাশ্মীরের সঙ্গে সংযোগকারী রাভি সেতু পেরিয়ে যাত্রাটি রাজ্যের মাটিতে পৌঁছায়। এই উপলক্ষে এনসি নেতা ফারুক আবদুল্লাহ, শিবসেনা নেতা সঞ্জয় রাউত, জম্মু ও কাশ্মীর কংগ্রেসের ইনচার্জ রজনী পাটিল, রাজ্য কংগ্রেস সভাপতি ভিকার রসুল ওয়ানি সহ অনেক সিনিয়র নেতা এই সফরকে স্বাগত জানিয়েছেন।
জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় পৌঁছে ভারত জোড়ো যাত্রায় জনগণের উদ্দেশে রাহুল গান্ধী বলেন, ঘৃণা, হিংসা, বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি ভারতের সামনে সবচেয়ে বড় সমস্যা। এদেশের কর্মসংস্থানকারী ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সরকার ধ্বংস করেছে। তিনি অভিযোগ করেন, ভারতের দরিদ্র মানুষ ও তরুণদের অধিকারে আঘাত করা হচ্ছে। কৃষকদের ওপর হামলা হচ্ছে। তিনি বলেন, জম্মু-কাশ্মীরের মানুষ অনেক দুঃখ দেখেছে, আমি এখানে ভালোবাসা ছড়িয়ে দিতে এসেছি।