টাউন বড়দোয়ালী কেন্দ্রে বাড়ি বাড়ি ভোট প্রচার মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারী৷৷ নির্বাচন ঘোষণা আগে থেকেই প্রচারে নামতে দেখা গেছে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে৷ শুক্রবার সকালে দেখা গেছে মুখ্যমন্ত্রী রাজধানীর নেতাজি চৌমুহনি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে৷  
১৮ই জানুয়ারি নির্বাচন ঘোষণার পর প্রচারে আরো বেশি জোর দিয়েছেন তিনি৷ কারণ উপনির্বাচনের সময় তিনি গোটা বিধানসভা এলাকায় প্রচারে যেতে পারেননি৷ সময়ের যথেষ্ট অভাব ছিল৷ তাই এবার আগেভাগেই শুরু করে দিয়েছে পচার৷ এবং মানুষের কাছে গিয়ে বলছেন বিজেপিকে পুনরায় প্রত্যাবর্তন করার জন্য৷ শুক্রবার সকালে দেখা গেছে মুখ্যমন্ত্রী রাজধানীর নেতাজি চৌমুহনি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে৷ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান উন্নয়নের নিরিখে মানুষের কাছে গিয়ে স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে৷ বিজেপি-র ৫ বছরের কাজের নিরিখে তৈরি করা লিফলেট তুলে দেওয়া হয়৷ প্রচারের মাঝে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন মানুষের মধ্যে স্বতঃ স্ফূর্ত সারা মিলছে৷ উন্নয়নের নিরিখেই সকলের কাছে যাচ্ছে বিজেপি৷ সরকারের স্বচ্ছতায় সকলে খুশী৷ আগামী দিনে রাজ্যের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রত্যেকেই বিজেপি-কে চাইছে৷ আইন শৃঙ্খলার নিরিখে মানুষ সন্তুষ্ট৷ কেবল জয় নয়৷ আরো বেশী আসন নিয়ে বিজেপি জয়ী হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷