ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি।। সহজ জয় ক্রিকেট অনুরাগীর। ২২ গজে মাথা তুলে দাড়াতে দেয়নি জুয়েলসের ক্রিকেটারদের। কার্য ক্রিকেট অনুরাগীর কাছে অসহায় আত্মসমর্পন করে জুয়েলস। অনুরাগী জয় পায় মাত্র ৩০ বল খেলে। সদর অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে। নিপকো মাঠে তাপস সিনহার দল অনুরাগীর ক্রিকেটারদের দাপটে লুটিয়ে পড়লো জুয়েলস। বুধবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে অনুরাগীর বোলারদের দাপটে খরকুটোর মতো ভেঙ্গে যায় জুয়েলসের ইনিংস। দল ১৯.৩ ওভার ব্যাট করে মাত্র ৩৭ রান করতে সক্ষম হয়। ওপেনার দেবজিৎ সিনহা যদি সাময়িক প্রতিরোধ গড়ে না তুলতো তাহলে দলীয় স্কোর ২০ রানের গন্ডি হয়তোবা পার করতে পারতো না জুয়েলস। দেবজিৎ ৫১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। এছাড়া দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। অনুরাগীর পক্ষে অংশুমান সেন (৩/৭), দলনায়ক অয়ন রায় (৩/১৭) এবং শাহিন জামান চৌধুরি (২/২) সফল বোলার। জবাবে খেলতে নেমে ৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে ময়ুখ চক্রবর্তী ১৪ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রানে এবং অমন মিঁয়া ১৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রানে অপরাজিত থেকে যায়।
2023-01-18