হায়দরাবাদ, ১৮ জানুয়ারি (হি.স.) : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ফের অনবদ্য সেঞ্চুরি হাঁকালেন তরুণ ওপেনার শুভমন গিল । সেই সঙ্গে বিরাট কোহলি ও শিখর ধাওয়ানকে পিছনে ফেলে ভারতীয়দের মধ্যে সবচেয়ে দ্রুত হাজার রানের গন্ডি পেরোলেন টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি। মাত্র ১৯টি ইনিংস খেলে একদিনের ক্রিকেটে নিজের এক হাজার রানের গণ্ডিও পেরিয়ে গিয়েছেন তিনি।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত। শুরুটা ভাল করেছিলেন রোহিত এবং গিল দু’জনেই। রোহিত ভাল শুরুটা কাজে লাগাতে না পারলেও গিল ফের নিজের জাত চেনালেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ফের অনবদ্য সেঞ্চুরি হাঁকালেন তরুণ ওপেনার শুভমন গিল । আন্তর্জাতিক একদিনের ম্যাচে এটি তরুণ ওপেনারের তৃতীয় সেঞ্চুরি। এর মধ্যে শেষ দু’ম্যাচেই সেঞ্চুরি করেছেন তিনি। আর শুধু সেঞ্চুরি নয়, এদিন আরও একটি অভাবনীয় কীর্তি গড়ে ফেলেছেন টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি। নিজের ওয়ানডে কেরিয়ারে এক হাজার রানের গণ্ডিও পেরিয়ে গিয়েছেন তিনি। তাও মাত্র ১৯ ইনিংসে। ভারতের দ্রুততম ক্রিকেটার হিসাবে এই কীর্তি গড়েছেন গিল। এর আগে ভারতীয়দের মধ্যে সবচেয়ে দ্রুত হাজার রানের গন্ডি পেরোনোর রেকর্ড ছিল যুগ্মভাবে বিরাট কোহলি এবং শিখর ধাওয়ানের দখলে। তাঁরা এই কীর্তি গড়েছিলেন ২৪ ইনিংসে। শুধু ভারতের নিরিখে নয়, গোটা বিশ্বে দ্রুততম হাজার রান তোলার নিরিখেও গোটা বিশ্বে দ্বিতীয় স্থানে চলে এলেন শুভমন। একমাত্র পাকিস্তানের ফকর জামান তাঁর চেয়ে কম ইনিংসে (১৮) একদিনের ক্রিকেটে হাজার রানের গণ্ডি পেরিয়েছেন।
শুধু পরিসংখ্যান নয়। সার্বিকভাবে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে, যতটা দায়িত্ব নিয়ে গিল এদিন ব্যাট করলেন, সেটাও বেশ প্রশংসনীয়। রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদবদের চোখের সামনে আউট হতে দেখেও গিল ধৈর্য হারাননি। বস্তুত তাঁর ব্যাটে ভর করেই কিউয়িদের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়ল ভারত।

