শান্তিরবাজার(ত্রিপুরা), ১৮ জানুয়ারি(হি. স.) : বিধানসভা নির্বাচনে শান্তি-শৃংখলা বজায় রাখার প্রশ্নে দক্ষিণ ত্রিপুরা জেলায় শান্তিরবাজারে গার্দ্দাং এলাকায় ফ্ল্যাগ মার্চে আজ মুখ্য নির্বাচনী আধিকারিক উপস্থিত ছিলেন। জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারকে সাথে নিয়ে তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।এ-বিষয়ে দক্ষিণ ত্রিপুরা জেলা শাসক সাজু ওয়াজেদ জানান, শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করা প্রশাসনের প্রধান লক্ষ্য। প্রশাসন সেই প্রয়াস চালিয়েছে। নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করুণ, ত্রিপুরবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি। এদিন ফ্ল্যাগ মার্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, শান্তিরবাজার মহকুমা শাসক, শান্তিরবাজার মহকুমা পুলিশ আধিকারিক প্রমুখ।
2023-01-18

