নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.): কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রশংসায় পঞ্চমুখ হলেন পঞ্জাবের প্রাক্তন অর্থমন্ত্রী মনপ্রীত সিং বাদল।
বুধবার বিজেপিতে যোগ দেওয়ার পর মনপ্রীত বলেছেন, “রাজনীতিতে আমি কিছু সুযোগ পেয়েছি যখন আমি একজন ”শের” এর সঙ্গে দেখা করেছি, কয়েকদিন আগে আমি একজন ”শের”-এর সঙ্গে দেখা করেছি এবং তিনি হলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি পঞ্জাব সম্পর্কে একটি হৃদয়স্পর্শী কথা বলেছিলেন, বলেছিলেন ভারতের জন্য ৪০০টি হামলার শিকার হয়েছে এই প্রদেশ।”
মনপ্রীত সিং বাদল এদিন কংগ্রসের বিরুদ্ধেও তোপ দেগেছেন, তিনি বলেছেন, দলের অভ্যন্তরেই ঝামেলা রয়েছে, সেই দলে থেকে কিভাবে কাজ করা সম্ভব? প্রতিটি রাজ্যে কংগ্রসের এই একই অবস্থা।

