শনিমন্দিরে শৌচকর্ম, ঘনিয়ামারায় উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারী৷৷  ঘনিয়ামারা সুকল চৌমুহনী এলাকায় একটি শনিমন্দিরে শৌচকর্ম করে পালাল দুষৃকতীরা৷  ঘটনার বিবরণে জানা যায় ঘনিয়ামারা সুকল চৌমুনি এলাকায় রাতের আঁধারে কে বা কাহারা রাজনৈতিক ফায়দা তোলার জন্য শনি মন্দির শৌচকর্ম করে বলে অভিযোগ করেন এলাকাবাসী৷ মন্দিরে পূজা অর্চনা করার জন্য মঙ্গলবার সকালবেলায়  এলাকাবাসী গিয়ে দেখতে পায় মন্দিরে কে বা কাহারা শৌচকর্ম করে রেখেছেন৷ ঘটনাটি দেখে এলাকাবাসীর ধীরে ধীরে জড়ো হতে থাকে এবং তা নিয়ে একপ্রকার উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়৷ শনি মন্দিরে শৌচকর্মের ঘটনা নিয়ে  এলাকাবাসীর অভিযোগ  রাজনৈতিক ফায়দা তোলার জন্য দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করতে চেয়েছে একদল দুষৃকতী৷ পুরো ঘটনা নিয়ে  এলাকাবাসী বিশালগড় থানায় দারস্থ হয়৷