নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারী৷৷ আগরতলা পুর নিগমের ১৬ নম্বর ওয়ার্ডের রামনগর ১নম্বর রোডে পুর নিগমের উদ্যোগে গড়ে তোলা হচ্ছে একটি ওপেন জিম সেন্টার৷ মঙ্গলবার ভূমিপূজার মধ্য দিয়ে এই জিম সেন্টারের শিলান্যাস করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷ আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ড এলাকায় জিম গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে পূর প্রশাসন৷ মঙ্গলবার পুর নিগমের ১৬ নম্বর ওয়ার্ডের রোডে ভূমিপুজোর মধ্য দিয়ে ওপেন জিম সেন্টারের শিলান্যাস করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷ জিম সেন্টারের আনুষ্ঠানিক শিলার-নেশ করে পুরো নিগমের মেয়র দীপক মজুমদার বলেন পুরো নিগম এলাকার প্রতিটি ওয়ার্ডে এ ধরনের ওপেন জিম গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ এসব জিম সেন্টারে যুবক-যুবতীরা বিনা পয়সায় জিম করার সুযোগ পাবেন৷ শুধু পুর নিগম এলাকাতে নিয়ে নয় রাজ্যের বিভিন্ন শহর এলাকাতেও এ ধরনের জিম গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার৷ জিম করে তোলার উদ্দেশ্যরূপ ব্যাখ্যা করতে গিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন যুবসমাজকে নেশা মুক্ত রাখার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ তিনি বলেন যেসব যুবক-যুবতী জিম শিল্প-সংসৃকতি ও খেলাধুলার সঙ্গে যুক্ত তারা নেশার দিকে আচ্ছন্ন হয় না৷ যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করার লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ রামনগর এক নম্বর ওয়ার্ডে আগামীকাল থেকেই জিম সেন্টারের নির্মাণ কাজ শুরু হবে বলেও জানান মেয়র৷ পুরো নিগম এলাকার প্রতিটি ওয়ার্ড এলাকাতে এধরনের জিম সেন্টার গড়ে তোলা হবে৷ তিনি আরো বলেন পুরো এলাকার বিভিন্ন পুকুর সংস্কার সহ পাঠ গুলিকে নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ এলাকায় সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন৷ রামনগর ১ নম্বর রোডে কুড়ি লক্ষ টাকা বে এই জিম সেন্টারটি গড়ে তোলা হচ্ছে৷মেয়র ছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র মনিকা দাস দেব কপর্োরেটর তুষার ভট্টাচার্য সহ অন্যান্যরা৷
2023-01-17