বরুণ গান্ধীর সঙ্গে আমার আদর্শ মেলে না : রাহুল গান্ধী

হোশিয়ারপুর, ১৭ জানুয়ারি (হি.স.): বরুণ গান্ধীর সঙ্গে তাঁর মতাদর্শের কোনও মিল নেই বলে মনে করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার পঞ্জাবের হোশিয়ারপুরে এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেছেন, বরুণ গান্ধী বিজেপিতে রয়েছেন, তিনি যদি ভারত জোড়ো যাত্রায় হাঁটেন, তাহলে তাঁর পক্ষে সমস্যা হতে পারে। আমার আদর্শ তাঁর আদর্শের সঙ্গে মেলে না। এরপরই আরও একধাপ এগিয়ে রাহুল গান্ধী বলেছেন, “আমি আরএসএস-এর অফিসে যেতে পারব না, তার আগে আমাকে শিরশ্ছেদ করতে হবে। আমার পরিবারের একটা আদর্শ আছে। বরুণ আরেকটি আদর্শ মেনে নিয়েছে এবং আমি সেই আদর্শ মেনে নিতে পারছি না।

মঙ্গলবারই ভারত জোড়ো যাত্রাকালীন এক যুবক নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রাহুল গান্ধীর কাছে চলে যান এবং রাহুলকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। এ প্রসঙ্গে এদিনের সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেছেন, এই যাত্রাযকে মানুষের মধ্যে প্রচুর উৎসাহ রয়েছে।