‘পদ্মশ্রী’-র সুপারিশ প্রসঙ্গ তুলে মিঠুন চক্রবর্তীকে বিঁধলেন কুণাল ঘোষ

কলকাতা, ১৭ জানুয়ারি (হি. স.) : বিজেপি নেতা তথা প্রাক্তন অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ফের ঠুকলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

‘প্রজাপতি’-র নায়ক দেবের কথায়, হইহই করে টিকিট কেটে প্রজাপতি দেখছে মানুষ ! এই পরিস্থিতিতে সোমবার কুণাল-কটাক্ষের জবাব দেন মিঠুন। বলেন, ‘’গঙ্গারাম ভেবেছিলেন একটা পাথরে তিনটে শিকার করবেন। ভেবেছিলেন দেবকে ভয় দেখাবেন’’। কুণাল ঘোষকে ‘গঙ্গারাম’ বলে কটাক্ষ করেন মিঠুন চক্রবর্তী। পাল্টা ‘পদ্মশ্রী’-র সুপারিশের প্রসঙ্গ তুলে বিজেপি নেতা তথা অভিনেতাকে জবাব দিলেন কুণাল ঘোষ।

‘প্রজাপতি’ ছবিতে মুখ্য ভূমিকায় দেব-মিঠুন। দুই দিকপাল অভিনেতা দুই রাজনৈতিক দলের ওজনদার নেতা। অথচ পর্দায় রসায়নে মানিকজোড়। এই পরিস্থিতিতেই তৃণমূলের দলীয় মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘আসলে প্রজাপতি ছবিতে দেব ভাল অভিনয় করলেও মিঠুন পারেননি। মিঠুন চক্রবর্তীর ফ্লপ অভিনয়ের জন্য প্রজাপতি ছবি দাগ কাটতে পারেনি। তাই ছবিকে হিট করতে বিজেপি এখন বিতর্ক টানার চেষ্টা করছে’।

মঙ্গলবার কুণাল বললেন, ‘আমাকে উনি গঙ্গারাম বলছেন বলুন। যা ইচ্ছে তাই বলুন। কিন্তু উনি যেন ভুলে না যান, প্রণব মুখোপাধ্যায়ের কাছে পদ্মশ্রীর সুপারিশ করতে এই গঙ্গারামকেই লেগেছিল’। তিনি সেখানেই থামেননি বলেন,’ ২০১১ সালে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিয়ে যেতে হয়েছিল গঙ্গারামকেই ‘। রাইটার্স বিল্ডিংসয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে ২ ঘণ্টার মিটিং করেছিলেন তিনি, সেখানে তাঁকে তিনিই নিয়ে গিয়েছিলেন বলে দাবি তৃণমূল মুখপাত্রের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *