ভিন্ড, ১৭ জানুয়ারি (হি.স.) : মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় একই পরিবারের তিনজনকে খুনের ঘটনায় পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিব, রামানন্দ, জিতেন্দ্র, বিশাল এবং রাহুল ত্যাগীকে সোমবার মেহগাঁও থানা এলাকার পাচেরা গ্রামে হাকিম, গুল্লু এবং পিঙ্কি ত্যাগীর গুলিতে মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে।
পুরনো শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। ধৃতদের কাছ থেকে গাঁইতি, কুড়াল ও কোদাল উদ্ধার করা হয়েছে। হত্যার মূল পরিকল্পনাকারী বান্টিসহ মোট এগারো জন পলাতক রয়েছে। পুলিশ তল্লাশি চালাচ্ছে।

