চন্ডীগড়, ১৭ জানুয়ারি (হি.স.): চন্ডীগড়ের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র অনুপ গুপ্তা। মঙ্গলবার চন্ডীগড় মেয়র নির্বাচনে জয়লাভ করেছে বিজেপি। মেয়র নির্বাচনে বিজেপি জিতেছে ১৫টি ভোটে এবং আম আদমি পার্টি (আপ) জিতেছে ১৪টি ভোটে।
আম আদমি পার্টির জসবীর সিং লাড্ডিকে মঙ্গলবার পরাজিত করে চন্ডীগড়ের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন বিজেপির অনুপ গুপ্তা। মেয়র নির্বাচনে বিজেপি জিতেছে ১৫টি ভোট ও আপ পেয়েছে ১৪টি ভোট। মোট ২৯টি ভোট হয়েছে।

