ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি।। আগামীকাল থেকে মরশুমের ষষ্ঠ ম্যাচ খেলতে মাঠে নামছে ত্রিপুরা। প্রতিপক্ষ জম্মু- কাশ্মীর। জম্মু-র হোস্টেল গ্রাউন্ড মাঠে হবে ম্যাচটি। রণজি ট্রফি ক্রিকেটে। দুদলই ইতিমধ্যে ৫ ম্যাচ খেলে নিয়েছে। ৫ ম্যাচ খেলে ত্রিপুরার পয়েন্ট ৭ এবং জম্মু- কাশ্মীরের পয়েন্ট ৬। ফলে শক্তির বিচারে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে ত্রিপুরা। তবে ঘরের মাঠে বাড়তি সুবিধে পাবে স্বাগতিক জম্মু- কাশ্মীর। দুদলই সোমবার শেষ প্রস্তুতি সেরে নেয়। ১৩ জানুয়ারি মুষলধারে বৃষ্টি হওয়ায় এখনও মাঠের আউট ফিল্ড শুকোয়নি। মাঠ কর্মীরা আপ্রান চেষ্টা করছেন খেলার উপযুক্ত করে তুলে বলে জানান ত্রিপুরা দলের ম্যানেজার শুভম রায়। এদিন সকালে প্রায় আড়াই ঘন্টা অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। বৃষ্টি না হলেও আকাশ কিছুটা গুমরো মুখ করে আছে। ফলে প্রথম একাদশ কী হবে তা এখনও চূড়ান্ত করেননি ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। আগামীকাল সকালে শেষবার উইকেট দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীকাল টসে জয়লাভ করলে প্রথমে ফিল্ডিং নেবে ত্রিপুরা। লক্ষ্য থাকবে স্বাগতিক দলকে কম রানে আটকানো। এদিকে শুভম খাজুরিয়ার নেতৃত্বে ঘরের মাঠে ত্রিপুরা বধে প্রস্তুত জম্ম- কাশ্মীর দলের ক্রিকেটাররাও। দলের রয়েছেন সুরেশ রায়নাও।
2023-01-16

