ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি।। উদ্বোধন হলো আরেকটি সিন্থেটিক ফুটবল মাঠের। আগরতলা, জিরানীয়া এবং বিলোনিয়ার পর। মোহনপুর মহকুমার লেফুঙ্গা ব্লকের তুলাকনা স্কুল মাঠে সোমবার ফলক উন্মোচন করে সিন্থেটিক ফুটবল মাঠের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরি, ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা প্রমুখ। ফলক উন্মোচনের পর ফুটবলে লাথি মেরে উদ্বোধন করেন ওই মাঠটি। উদ্বোধনের পরই ৫০ টি ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। পরে শিক্ষা মন্ত্রী বলেন,”নেশামুক্ত সমাজ গড়তে বড় ভূমিকা নেবে খেলাধূলা। তাই বর্তমান সরকার খেলাধূলার উপর অত্যাধিক গুরুত্ব দিচ্ছে। বিশ্বাস করি এখানে সিন্থেটিক মাঠ হওয়ায় এ মহকুমার ফুটবলাররা উপকৃত হবে। আগামীদিনে এখান থেকেও বহু ফুটবলার রাজ্য এবং জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করতে পারবেই”।
2023-01-16

