লংতড়াই ভ্যালিতে অনূর্ধ্ব ১৩ ক্রিকেটে মনু জোনের টানা জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি।। টানা জয়ে রয়েছে মনু ক্রিকেট জোনও। গুরুত্বপূর্ণ লিগ ম্যাচে ৩২ রানে হারিয়েছে ধুমাছড়া ক্রিকেট জোনকে। লংতরাই ভ্যালি ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৩ ক্রিকেট টুর্নামেন্ট চলছে জোরকদমে। খেলা মাধব চন্দ্র স্কুল গ্রাউন্ডে। ছয়

 দলীয় আসরের ষষ্ঠ ম্যাচে আজ সোমবার মনু ক্রিকেট জোন ৩২ রানে ধুমাছড়াকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে। সকাল দশটায় ম্যাচ শুরুতে টস জিতে ধুমাছড়া ক্রিকেট জোন প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের এর আমন্ত্রণ পেয়ে মনু ক্রিকেট জোন ১৬ ওভার ৫ বল খেলে ৮৮ রানে ইনিংস শেষ করে নেয়। দলের পক্ষে রাজ মালাকারের ২২ রান এবং দীপাঞ্জন দাসের ১৬ রান উল্লেখ করার মতো। ধুমাছড়ার রাজু ত্রিপুরা ১৬ রানে ছটি উইকেট পেলেও ব্যাটার্সদের ব্যর্থতায় শেষ রক্ষা করতে পারেনি। জবাবে ব্যাট করতে নেমে ধুমাছড়া ক্রিকেট জোন ১৩ ওভার খেলে ৫৬ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। ধুমাছড়ার রাজু ত্রিপুরা একা ২৯ রান করলেও অন্যদের চূড়ান্ত ব্যর্থতায় কোন কাজে আসেনি। মনু জোনের রাজ মালাকার ৮ রানে ৫ উইকেট তুলে নিয়ে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। ‌ এছাড়া, দীপাঞ্জন দাস পেয়েছে দুটি উইকেট।