কৈলাসহরে ইটভাট্টা থেকে নিখোঁজ চৌদ্দ বছরের কিশোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী৷৷ ঊনকোটি জেলার কৈলাসহরের  ছনতৈল ইউবিআই ইটভাটা থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ হয়েছে৷ এব্যাপারে কৈলাসহর থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে৷ কৈলাশহর ছনতৈল ইউবিআই ইটভাটা থেকে ১৪ বছরের এক শ্রমিকের ছেলে নিখোঁজের ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে৷ জানা যায় যে ছনতৈল ইউবিআই ইটভাটায় বিগত একমাস পূর্বে বিহার রাজ্যের বিনুদ কুমার এবং তার পরিবার কাজের উদ্দেশ্যে কৈলাসহর ছনতৈল  ইউবিআই ইট ভাটায় আসে৷ বিনদ কুমার এবং তার পরিবার বিগত এক মাস ধরে কাজ করছে৷ অভিযোগ গতকাল থেকে বিনদ কুমারের পুত্র সনু কুমারকে খুঁজে পাওয়া যাচ্ছে না৷ বিনদ কুমার সহ ইট ভাটাতে থাকা অন্যান্য শ্রমিকরা গতকাল দিনভর খোঁজাখুজি করার পরও সনু কুমারের কোন হদিস না পেয়ে আজ এক প্রকার বাধ্য হয়ে সকাল ১১ টা নাগাদ ছনতৈল ইট ভাটার মালিকের সহযোগিতায় সনু কুমারের পিতা বিনদ কুমার কৈলাসহর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন৷ পাশাপাশি উনার ছেলেকে খুঁজে পাওয়ার জন্য সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন৷