কেইএম হাসপাতালে দুটি মৃতদেহ বদল, তদন্তের নির্দেশ

মুম্বই, ১৫ জানুয়ারি (হি.স.) : মুম্বইয়ের কেইএম হাসপাতালে দুটি মৃতদেহ বদলানোর ঘটনায় হাসপাতালের ডিরেক্টর ডাঃ সঙ্গীতা রাওয়াত পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।

দক্ষিণ মুম্বইয়ের কারি রোড এলাকার রাম সজন জয়সওয়াল (৭৫) কে বৃহস্পতিবার শ্বাসকষ্টের কারণে কেম হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু শুক্রবার জয়সওয়াল মারা যান। একইভাবে নালাসোপাড়া এলাকার একই বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে কেইএম হাসপাতালে। নালাসোপাড়া থেকে মৃতের স্বজনরা দেহ নিতে এলে হাসপাতালের কর্মীরা রাম সজন জয়সওয়ালের দেহ তাদের কাছে হস্তান্তর করে। এই সমস্ত লোকেরা মৃতদেহ নিয়ে নালাসোপাড়ায় পৌঁছে শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছিল।

এদিকে, রাম সাজন জয়সওয়ালের আত্মীয়রা মৃতদেহ সংগ্রহ করতে কেইএম হাসপাতালে পৌঁছলে, হাসপাতালের কর্মীরা নালাসোপাড়া থেকে ওই ব্যক্তির মৃতদেহ তাদের দিলে রাম সজন জয়সওয়ালের আত্মীয়রা হতবাক হয়ে যায়। এই লোকেরা সঙ্গে সঙ্গে ভৈওয়াদা থানায় এ বিষয়ে অভিযোগ করেন। এরপরই ভৈওয়াদা থানার দল নালাসোপাড়া থানায় খবর দেয়। নালাসোপাড়া থানার দল তৎক্ষণাৎ মৃতের বাড়িতে পৌঁছে রাম সজন জয়সওয়ালের দেহ কেইএম হাসপাতালে ফিরিয়ে আনে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ দেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করে। কেইএম হাসপাতালের ডিরেক্টর ডাঃ সঙ্গীতা রাওয়াত বলেন, মৃতদেহগুলিতে ভুল ট্যাগ লাগানোর কারণে এই ভুলটি ঘটেছে, তবে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হবে।