মেঘালয়ে উদ্ধার প্রায় ৭০ লক্ষ টাকার হেরোইন, গ্রেফতার দুই

শিলং, ১৫ জানুয়ারি (হি.স.) : মেঘালয়ে পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৭০ লক্ষ টাকার হেরোইন। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে দুই মাদক কারবারিকে।

আজ রবিবার সকাল দশটা নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা তাঁর অফিশিয়াল টুইটার হ্যান্ডলে এই খবর জানিয়েছেন। ধৃত দুই পাচারকারী এবং হেরোইনের ছবি সহ টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, মাদক পাচারের বিরুদ্ধে মেঘালয় পুলিশ আরেকবার সাফল্য অর্জন করেছে। শনিবার রাতে মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমে পূর্ব খাসিপাহাড় জেলা পুলিশের একটি দল দুই মাদক পাচারকারীর হেফাজত থেকে ৭০ লক্ষ টাকার হেরোইন বাজেয়াপ্ত করেছে। এগুলি ১০টি সাবানের কেসে করে পাচার করছিল দুই মাদক কারবারি। এদের গ্রেফতারের পাশাপাশি মাদক পাচারে ব্যবহৃত সুইফট ডিজায়ার গাড়ি এবং দুটি সিম ভরতি মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করেছে পুলিশ, জানান মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।