বিশালগড়ে অনূর্ধ্ব ১৩ ক্রিকেটে জয় দিয়ে সূচনা নব উত্তরণের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারি।। বিশালগড়েও শুরু হয়েছে অনূর্ধ্ব ১৩ ক্রিকেট টুর্নামেন্ট। জয় দিয়ে সূচনা নব উত্তরণ ক্লাবেরও। বিশালগড় ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৩ ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে আজ, শনিবার নব উত্তরণ ক্লাব ৫৯ রানের ব্যবধানে আলোড়ন কোচিং সেন্টারকে পরাজিত করেছে। খেলা হচ্ছে বিশালগড় ক্রিকেট এসোসিয়েশন গ্রাউন্ডে। সকাল ন’টায় ম্যাচ শুরুতে টস জিতে নব উত্তরণ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ৪০ ওভারের ম্যাচে নব উত্তরণ ৩০ ওভার ১ বল খেলে সব কটি উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে তন্ময় বিশ্বাস সর্বাধিক 31 রান পায়। এছাড়া, রানা দত্ত ২৪ রান সংগ্রহ করেছে। আলোড়ন কোচিং সেন্টারের অর্জুন দাস ১১ রানে তিনটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে আলোড়ন কোচিং সেন্টারের ব্যাটার্সরা মূলতঃ নব উত্তরণের তন্ময় বিশ্বাস এর বোলিং দাপটে অনেকটা কুপোকাত হয়ে যায়। ১৭ ওভার ২ বল খেলে ৭৭ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে প্রণব দাস সর্বাধিক ২৭ রান পায়। নব উত্তরণের তন্ময় বিশ্বাস ১৪ রানের বিনিময়ে একাই ছয়টি উইকেট তুলে নেয়। তাছাড়া মুস্তাক আল ফারহান পেয়েছে দুটি উইকেট আট রানের বিনিময়ে। নব উত্তরণ ৫৯ রানের ব্যবধানে জয়ী হয়েছে। বিজয়ী দলের তন্ময় বিশ্বাস পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।