BRAKING NEWS

মিলন সংঘ পুকুরের উন্নয়ন ও সৌন্দর্যায়ন প্রকল্পের শিলান্যাস জনগণের জন্য কাজ করা বর্তমান রাজ্য সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,আগরতলা, ১৪ জানুয়ারি৷৷ উন্নত সমাজ গঠনের মধ্য দিয়ে জনগণের জন্য কাজ করা বর্তমান রাজ্য সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র৷ সরকার রাজ্যবাসীর মৌলিক চাহিদাগুলি পূরণে আন্তরিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে৷ আজ আগরতলা পুর নিগমের ৪০নং ওয়ার্ডের অন্তর্গত মিলন সংঘ পুকুরের উন্নয়ন ও সৌন্দর্যায়ন প্রকল্পের শিলান্যাস করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা৷ তিনি বলেন, শহরাঞ্চলে বেশ কয়েকটি পুকুরের সংস্কার এবং সৌন্দর্যায়নের কাজ হাতে নেওয়া হয়েছে৷ দীর্ঘদিন পর এই মিলন সংঘ পুকুরের উন্নয়ন ও সৌন্দর্যায়নের মাধ্যমে এলাকার জনগণের জন্য উপযোগী করে তোলার প্রচেষ্টা নেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যবাসীর মৌলিক সমস্যাগুলি সমাধানে নিরন্তর কাজ করে যাচ্ছে রাজ্য সরকার৷ প্রতি ঘরে সুুশাসন থেকে আমার সরকার পোর্টাল ইত্যাদি বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচি সমূহের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটি ঘরে সরকারি বিভিন্ন পরিষেবা ও সুুযোগ পৌঁছে দেয়া হচ্ছে৷ সরকার চায় মানুষকে পাশে নিয়ে রাজ্যকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে৷ তিনি বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশিত দিশায় রাজ্যের সমস্ত জায়গায় উন্নয়নে কাজ করে চলেছে৷ কৃষি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ইত্যাদি সর্বক্ষেত্রে রাজ্যে উন্নয়নের কর্মযজ্ঞ অব্যাহত রয়েছে৷ প্রধানমন্ত্রী উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির সার্বিক উন্নয়নে অ্যাক্ট ইস্ট পলিসি কার্যকর করেছে৷ যার সুুফল বর্তমানে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি পাচ্ছে৷ এক্ষেত্রে ত্রিপুরায়ও কৃষির বিকাশ সহ রাজ্যের মানুষের মাথা পিছু গড় আয় বৃদ্ধি পেয়েছে৷ মুখ্যমন্ত্রী সারা দেশের সাথে রাজ্যেও প্রধানমন্ত্রীর নেওয়া হর ঘর তিরঙ্গা কর্মসূচির সফল বাস্তবায়নের কথা অনুষ্ঠানে তুলে ধরেন৷
অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজমদার বলেন, বর্তমান মুখ্যমন্ত্রী রাজ্যের দায়িত্বভার নেওয়ার পর আগরতলা শহরের বিভিন্ন পরিত্যক্ত পুকুর এবং পার্কের সংস্কার ও সৌন্দর্যায়নের উপর অধিক গুরুত্ব দিয়েছেন৷ মুখ্যমন্ত্রীর সদিচ্ছা, আন্তরিকতা এবং সর্বোপরি প্রশাসনিক দক্ষতার ফলেই আজ এই পুকুরের সংস্কার ও উন্নয়নের কাজ হাতে নেওয়া সম্ভব হয়েছে৷ তিনি বলেন, রাজ্যের নাগরিকদের মৌলক চাহিদাগুলি পূরণের পাশাপাশি আগরতলা শহরকে বিভিন্নভাবে সাজিয়ে তোলার কাজ অব্যাহত রয়েছে৷ অনুষ্ঠানে এছাড়াও আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর অভিজিৎ মল্লিক, আগরতলা পুর নিগমের অতিরিক্ত কমিশনার মহম্মদ সাজ্জাদ পি উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের কর্পোরেটর সম্পা সরকার চৌধুরী৷ উল্লেখ্য, মিলন সংঘ পুকুরের উন্নয়ন এবং সৌন্দর্যায়নের কাজে ৭৫.৬৭ লক্ষ টাকা ব্যয় করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *