১৭ ফেব্রুয়ারি কর্ণাটক সরকারের বাজেট পেশ হতে পারে: মুখ্যমন্ত্রী বোম্মাই

বেঙ্গালুরু, ১৪ জানুয়ারি (হি.স.) : কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই শনিবার বলেছেন, রাজ্যের বাজেট ১৭ ফেব্রুয়ারি পেশ করা হতে পারে এবং এবারের বাজেটও “জনগণের পক্ষে” হবে বলে তিনি দাবি করেছেন।

আসন্ন বাজেট এমন কর্মসূচীর উপর ফোকাস করবে যা শ্রমিক শ্রেণি, মহিলা এবং যুবকদের আরও বেশি সুবিধা দেবে। এমনকি তিনি রাজ্যে বাস্তবায়িত কিছু সরকারি প্রকল্পের তালিকা উল্লেখ করেছেন।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই স্বয়ং রাজ্যের অর্থ দফতরের দায়িত্বে থাকায় তিনি হয়তো বাজেট পেশ করবেন।