নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.): কুয়াশার দাপট কিছুটা কমতেই কনকনে ঠান্ডা পড়ল উত্তর ভারতের একাধিক রাজ্যে। রাজধানী দিল্লির পাশাপাশি পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং পশ্চিম উত্তর প্রদেশে ফের শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। আগুনের উত্তাপে গরম খুঁজতে দেখা গিয়েছে উত্তর ভারতের মানুষজনকে।
অন্য দিকে, দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বত লাগোয়া অঞ্চলেও তীব্র ঠান্ডা পড়েছে। শনিবার ভোরে কেরলের শৈলশহর মুন্নার ঢেকে যায় বরফে।
শনিবার আংশিক মেঘলা ছিল দিল্লির আবহাওয়া, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস। শীতের দাপট এদিনও যথেষ্ট পরিমাণে ছিল দিল্লিতে, ১৫ জানুয়ারির পর থেকে দিল্লিতে তাপমাত্রা ফের কমতে পারে।

