নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.) : শনিবার পঞ্জাবের জলন্ধরের সাংসদ সন্তোখ সিং চৌধুরির মৃত্যুতে শনিবার শোক প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর মতে, সন্তোখ সিং চৌধুরির মৃত্যু দলের জন্য একটি বড় আঘাত।এদিন খাড়গে একটি টুইটে লিখেছেন, “আমাদের সাংসদ সন্তোখ সিং চৌধুরীর অকাল প্রয়াণ সম্পর্কে জানতে পেরে গভীরভাবে মর্মাহত এবং দুঃখিত। তাঁর মৃত্যু দলের ক্ষতি এবং সংগঠনের জন্য একটি বড় আঘাত। এই শোকের মুহুর্তে আমার হৃদয় তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অনুগামীদের কাছে যায়। তাঁর আত্মা শান্তিতে থাকুক।”
দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীসহ দলীয় নেতারাও টুইটারে গিয়ে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রসঙ্গত, ৭৬ বছর বয়সী এই সংসদ সদস্য শনিবার সকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

