রাজ্যে সীমাহীন দুর্নীতি, নজরে রাখছে কেন্দ্র, দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

কলকাতা, ১৪ জানুয়ারি (হি.স.) : রাজ্যে তৃণমূল সরকারের সীমাহীন দুর্নীতির ব্যাপারে কেন্দ্রীয় সরকার নজর রাখছে বলে জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার কলকাতায় তিনি রাজ্যের শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে তৃণমূল সরকারকে কটাক্ষ করে বলেন, দুর্নীতি এখানকার রাজ্য সরকারের অভ্যাস হয়ে গিয়েছে।

পিএম পোষণ যোজনার কাজকর্ম খতিয়ে দেখতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক যৌথ রিভিউ মিশন তৈরি করেছে। এই প্রসঙ্গে ধর্মেন্দ্র প্রধান বলেন, আমরা অনেক আগেই এই রিভিউ মিশন গঠন করতে চেয়েছিলাম। তা নিয়ে তৃণমূল সরকার আপত্তি করেছিল। পিএম পোষণ যোজনা নিয়ে আমাদের কাছে লাগাতার অভিযোগ আসছিল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও চিঠি পাঠিয়ে অভিযোগ করেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, তাই সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে আমরা যৌথ রিভিউ মিশন গঠন করলাম। এতে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের অফিসার ছাড়াও বিশেষজ্ঞরা থাকবেন।
এদিন বিজেপির দক্ষিণ কলকাতার কার্যকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ২০২৪ সালের লোকসভা ভোটকে সামনে রেখে এখন থেকেই বিজেপি সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিয়েছে। দলীয় মন্ত্রী-সাংসদদের লোকসভা কেন্দ্রভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। সেইমতো ধর্মেন্দ্র প্রধান রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রের দায়িত্বে রয়েছেন।