নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.) : দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে ফের তদন্ত শুরু করল সিবিআই। শনিবার দিল্লি সচিবালয়ে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার দফতরে তল্লাশি অভিযান চালান সিবিআই অধিকারিকরা। সিবিআই-এর এই অভিযান প্রসঙ্গে সিসোদিয়া নিজে অবশ্য জানিয়েছেন। তিনি টুইট করে জানিয়েছেন, সিবিআই-কে স্বাগত জানাচ্ছি।
শেষ পাওয়া খবর অনুযায়ী, দিল্লি সচিবালয়ে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার দফতরে তল্লাশি অভিযান চলছে। সিসোদিয়া এদিন টুইট করে জানিয়েছেন, আজ সিবিআই ফের এমামের দফতরে পৌঁছেছে। তাঁরা স্বাগত। তাঁরা আমার বাড়িতে অভিযান চালিয়েছে, দফতরে হানা দিয়েছে। আমার বিরুদ্ধে কিছু পায়নি, পাবেও না। কারণ আমি ভুল কিছু করিনি। সততার সঙ্গে দিল্লির সন্তানদের শিক্ষার জন্য কাজ করছি।

