গোপনীয় নথি নিয়ে অবহেলা ! বাইডেনের বিরুদ্ধে তদন্ত করবে পাঁচ সদস্যের কমিটি

ওয়াশিংটন, ১৩ জানুয়ারি (হি.স.): বেজায় অস্বস্তিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । নিজের বাসভবন এবং পুরনো কার্যালয়ে ঠিকভাবে গোপনীয় নথি না রাখার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করবে পাঁচ সদস্যের কমিটি। যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়ে দিয়েছেন, তিনি সবরকমভাবে সহযোগিতা করছেন। তাঁর বিরুদ্ধে গোপনীয় নথি ‘মিসহ্যান্ডলিং’ করার অভিযোগ উঠছে।

বাইডেনের পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই ধরনের আরও বড়সড় মাপের একটি অভিযোগের তদন্ত চলছে। সেই অভিযোগের তদন্ত চলাকালীনই বাইডেনের ব্যক্তিগত বাসভবন থেকে এই গোপনীয় নথি খুঁজে পাওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। বাইডেনের ডেলাওয়ারের বাসভবন থেকে যে নথিগুলির সন্ধান পাওয়া গিয়েছে, সেগুলি ওবামা আমলের। সেই সময় উপরাষ্ট্রপতি ছিলেন জো বাইডেনই। উল্লেখ্য, ২০২১ সালে হোয়াইট হাউজ় ছাড়ার পর প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসভবন থেকে খোঁজ মিলেছিল বেশ কিছু সরকারি নথি। গত বছরের অগস্টে এফবিআই-এর গোয়েন্দারা সার্চ ওয়ারেন্ট জারি করে সেখান থেকে প্রায় ১১ হাজার নথি উদ্ধার করেছিল।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যক্তিগত বাসভবন থেকেও খোঁজ মিলল গোপনীয় নথির। তাঁর ব্যক্তিগত বাসভবন হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, বাইডেনের বাড়ির তালাবন্ধ থাকা গ্যারেজ এবং সংলগ্ন গাড়ি থেকে কয়েকটি নথি মিলেছে। নিজের বাসভবন এবং পুরনো কার্যালয়ে সঠিকভাবে গোপনীয় নথি না রাখার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করবে পাঁচ সদস্যের কমিটি।

নৈতিক বিচার-বোধের জন্য জো বাইডেনের যথেষ্ট খ্যাতি রয়েছে। কিন্তু তাঁর বাড়ি থেকেই এইভাবে সরকারি গোপন নথির সন্ধান পাওয়া মার্কিন প্রেসিডেন্টের জন্য যথেষ্ট বিড়ম্বনার হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পাশাপাশি প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে তদন্ত চলছে, সেটিকেও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন কূটনৈতিক মহল।

প্রসঙ্গত, জো বাইডেন যদিও বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে নিজের ভাবমূর্তি স্পষ্ট করে জানিয়েছেন, “লোকে জানে আমি গোপনীয় নথি এবং গোপনীয় তথ্য কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করি। বিচার বিভাগের সঙ্গে আমরা সম্পূর্ণ সহযোগিতা করছি। সেই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে আমার আইনজীবীরা ইতিমধ্যেই বেশ কিছু জায়গা ঘুরে দেখেছেন, যেখানে আমি ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন সরকারি নথি রাখা হয়ে থাকতে পারে। তাঁরা আমার বাড়ি থেকে ও ব্যক্তিগত গ্রন্থাগার থেকে অল্প কিছু ক্লাসিফায়েড নথি পেয়েছেন। বিচার বিভাগকে ইতিমধ্যে সেই বিষয়টি জানানো হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *