আমবাসা(ত্রিপুরা), ১২ জানুয়ারী(হি. স.) : ত্রিপুরায় দুর্ঘটনার কবলে পড়েছে ত্রিপুরসুন্দরী এক্সপ্রেস। দিল্লি থেকে আগরতলাগামী ওই ট্রেন ধলাই জেলায় জওহরনগর স্টেশনের নিকটে কংক্রিট মেশানোর গাড়িকে(জেসিবি) ধাক্কা দিয়েছে। তাতে জেসিবি গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। জেসিবির চালক ও সহ-চালক আহত হয়েছেন। অবশ্য, ট্রেনের সকল যাত্রী সুরক্ষিত রয়েছেন। তবে, ওই দুর্ঘটনার ফলে ট্রেন চলাচল স্বাভাবিক করতে পাঁচ ঘণ্টা সময় লেগেছে।
প্রসঙ্গত, কয়েকদিন যাবত জওহরনগর স্টেশনে রেলওয়ে ওভারব্রিজ নির্মাণের কাজ চলছে। এদিন ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস সকাল সাড়ে নয়টা নাগাদ জওহরনগর স্টেশন থেকে আমবাসার উদ্দেশ্যে যাওয়ার সময় আচমকা জেসিবিটি রেল লাইনের উপর চলে আসে। জেসিবির চালক রেল লাইন থেকে মেসিনটি সরানোর অনেক চেষ্টা করেন। কিন্তু, শেষ পর্যন্ত ট্রেনের সঙ্গে ধাক্কায় জেসিবি দুমড়ে মুচড়ে যায়। তাতে, ট্রেনের ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয়েছে। জেসিবির চালক ও সহ-চালক আঘাত পেয়েছেন। তবে, ট্রেনের সকল যাত্রী সুরক্ষিত রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে প্রটেকশন ফোর্স সহ স্থানীয় পুলিশ ছুটে আসেন। আহত চালককে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ট্রেন দুর্ঘটনার খবরে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। অবশেষে বেলা তিনটা নাগাদ আরেকটি ইঞ্জিন এনে ওই ট্রেন আগরতলার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।

