নয়াদিল্লি ও কলকাতা, ১২ জানুয়ারি (হি.স.): সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে গেল পশ্চিমবঙ্গে ডিএ (মহার্ঘ ভাতা) মামলা। মামলাটি গিয়েছে বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি হৃষীকেশ রায়ের ডিভিশন বেঞ্চে। আগামী ১৬ জানুয়ারি, সোমবার এই মামলার শুনানি হবে।
২০২২ সালের ডিসেম্বরে শুনানি হওয়ার কথা থাকলেও বিচারপতি দীপঙ্কর দত্ত এই মামলা থেকে সরে দাঁড়ান। প্রায় এক মাস পর নতুন বেঞ্চে গেল পশ্চিমবঙ্গের ডিএ মামলা। প্রসঙ্গত, বিচারপতি দত্তের আগে বিচারপতি মাহেশ্বরীই ডিএ মামলার বেঞ্চে ছিলেন বিচারপতি রায়ের সঙ্গে।