নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারী৷৷ স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়৷ এদিন আয়োজিত কর্মসূচিতে কংগ্রেসের পক্ষ থেকে হিংসা, সন্ত্রাস ও নেশার বিরুদ্ধে রাজ্যের সকল অংশের যুব সম্প্রদায়কে এগিয়ে আসা বার্তা দেওয়া হয়৷ ৮ নং টাউন বড়দোয়ালীর যুব কংগ্রেস সভাপতি জানান আজ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন৷ এদিন স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানানোর পর রাজ্যের যুবসমাজের প্রতি আহ্বান জানানো হচ্ছে নেশা এবং সন্ত্রাসী পথ প্রত্যাহার করে সঠিক দিশায় ফিরে আসার জন্য৷ আজকের পূণ্য দিনে নতুন যুবসমাজ গড়ার শপথ নেওয়া হয়েছে৷ এই যুব সমাজ আগামী দিনে নতুন সমাজ করার কারিগর বলে জানান তিনি৷
.
2023-01-12