ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি।। হলো নির্বাচনী শিবির। পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে। বুধবার। এন এস আর সি সি-র দাবা হলঘরে হয় পশ্চিম জেলা স্কুল স্তরের দাবা প্রতিযোগিতা হয়। তাতে তেমন সাড়া না থাকলেও পশ্চিম জেলার ভালো দাবাড়ুরা অংশ নেয়। সকালে আসরের উদ্বোধন করেন সহকারি ক্রীড়া আধিকারিক দিবাকর দেবনাথ, পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপু রায় এবং টেবিল টেনিসের বিচারক অজয় দত্ত। অনূর্ধ্ব-১৪ এবং ১৭- ওই দুই বিভাগে বাছাই করা হয় দাবাড়ুদের রাজ্য আসরের জন্য। খেলায় অনূর্ধ্ব-১৪ বালক বিভাগে আয়ুষ সাহা, অনুরাগ ভট্টাচার্য, দেবজিৎ দে, তপোজিৎ মজুমদার, দত্ত মেগনাস, বালিকা বিভাগে একান্তিকা সরকার, আকৃতি দেবনাথ, সুদীক্ষা দত্ত, মঞ্জীষ্ঠা দেবনাথ, শ্রেয়সী সাহা। অনূর্ধ্ব-১৭ বালক বিভাগে দিগন্ত রায়, অভিজ্ঞান ঘোষ, দেবাঙ্কুর ব্যানার্জি এবং রাজদ্বীপ কর পশ্চিম জেলার জন্য নির্বাচিত হয়েছে। অনূর্ধ্ব-১৭ বালিকা বিভাগে কোনও দাবাড়ু অংশ নেয়নি। আসর পরিচালনা করেন অনুপম ভট্টাচার্য। প্রসঙ্গত: রাজ্য স্কুল দাবার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপু রায় জানান, রাজ্য আসরের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পরই বাছাইকৃতদের জানিয়ে দেওয়া হবে।
2023-01-11