সদর অনূর্ধ্ব-‌১৩ ছোটদের ক্রিকেট ফাইনালে আজ প্রগতি -‌ এগিয়ে চলো

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি।। সদর মহকুমার সেরা কোন্ দল?‌ নির্ধারন আগামীকাল। খেতাবি দখলের লড়াইয়ে প্রগতি প্লে সেন্টার খেলবে নবাগত এগিয়ে চলো সঙ্ঘ। আম্বেদকর মাঠে আগামীকাল হবে ফাইনাল ম্যাচটি। সদর অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটের। দুদলই বুধবার শেষ প্রস্তুতি সেরে নেয়। ৪ বছর পর সদরের সেরা হওয়ার লক্ষ্যে মাঠে নামবে প্রগতি প্লে সেন্টার। শেষ বার ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিলো। অপরদিকে এবারও প্রথম অংশ নিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র আদায় করে চমক দেয় অলক দেবরায়ের এগিয়ে চলো সঙ্ঘ। শেষ বল পর্যন্ত হার না মানা মানসিকতাই এগিয়ে চলোকে ফাইনালে তুলতে মূখ্য ভূমিকা নেয়। ফলে খেতাবে দখলের লড়াই যে জমজমাট হবে তা বলাবাহুল্য। এবছর ব্যাটিং এবং বোলিং-‌ দুবিভাগেই যথেষ্ট ব্যালান্সড প্রগতি। এখন পর্যন্ত আসরের একমাত্র দল হিসাবে অপরাজিত রয়েছে। অপরাজয়ের ধারা অব্যহত রেখে পারবে কী সদরের সেরা হতে। ওই প্রশ্নই নিয়েই এখন ভাবছেন ক্রিকেটপ্রেমীরা। তবে ফাইনালে ‘‌কালোঘোড়া’ হিসাবেই মাঠে নামবে এগিয়ে চলো সঙ্ঘ। অলক দেবরায়ের দলের লক্ষ্য থাকবে আত্মপ্রকাশেই ট্রফি জয় করতে। ফলে আত্মতুষ্টির কোনও জায়গা নেই প্রগতির সামনে। ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *