শান্তিরবাজার(ত্রিপুরা), ১১ জানুয়ারি (হি. স.) : বেতন ভাতা বৃদ্ধির দাবিতে রাবার শ্রমিকরা শান্তিরবাজার মহকুমায় তাকমা টিএফডিপিসি দফতরে ডিভিশনাল ম্যানেজারের কাছে ডেপুটেশন প্রদান করেছেন।
ত্রিপুরায় নৃপেন চক্রবর্তী মুখ্যমন্ত্রী থাকাকালীন ওই এলাকায় রাবার কারখানার উদ্বোধন হয়েছিল। ১৭৩ জন শ্রমিক ওই কারখানায় কর্মরত রয়েছেন। সময়ের সাথে সাথে জিনিসের মূল্যবৃদ্ধি হলেও শ্রমিকদের বেতন ভাতা বিশেষ বৃদ্ধি হয়নি। তাই, আজ রাবার শ্রমিকরা বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ডেপুটেশন প্রদান করেছেন। ৫ দফা দাবিতে কারখানার ডিভিশনাল ম্যানেজারের কাছে তাঁরা ডেপুটেশন প্রদান করেছেন। তাঁরা জানিয়েছেন, দাবি না মানলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে যেতে তাঁরা বাধ্য হবেন।

