মুম্বই, ১১ জানুয়ারি (হি. স.) : সন্তোষ ট্রফিতে বাংলার জয়যাত্রা অব্যাহত। দমন ও দাদরাকে পাঁচ গোল দেওয়ার পরে বুধবার মধ্যপ্রদেশকে ৫–০ গোলে হারাল বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা ।
হরিয়ানার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয়। দ্বিতীয় ম্যাচে দমন ও দাদরাকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া। এই অবস্থায় বুধবার মহারাষ্ট্রের কোলাপুরের ছত্রপতি শাহু স্টেডিয়ামে তৃতীয় ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে এবার মধ্যপ্রদেশকেও ৫-০ গোলের মালা পরাল বাংলা। বাংলার পাঁচ গোলের জয়ের পিছনে রবি হাঁসদা ও নরহরি শ্রেষ্ঠার উল্লেখযোগ্য অবদান আছে। আগের ম্যাচের মতই মধ্যপ্রদেশের বিরুদ্ধেও জোড়া গোল করলেন রবি এবং অধিনায়ক নরহরি। একটি গোল করেছেন প্রথম ম্যাচে গোল পাওয়া তোতন দাস । তিন ম্যাচে রবির গোল সংখ্যা হল ৫ এবং নরহরি সমসংখ্যক ম্যাচ খেলে ৪টি গোল করলেন।
এদিন প্রথমে ম্যাচের ১৪ মিনিটে গোল করে বাংলাকে এগিয়ে দেন রবি হাঁসদা। পরে ২৪ ও ৪৫ মিনিটে দুটি গোল করেন নরহরি। ৫৩ মিনিটে গোল করেন তোতন দাস। আর ৬২ মিনিটে ফের গোল করেন রবি। যদিও ম্যাচে হলুদ কার্ড দেখেছেন রবি। ম্যাচের সেরা হয়েছেন অধিনায়ক নরহরি।

