আগরতলা, ১১ জানুয়ারি (হি. স.) : আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচন ২০২৩-র প্রস্তুতি পর্ব পর্যালোচনা করতে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে এক প্রতিনিধি দল দু’দিনের রাজ্য সফরে আজ আগরতলায় এসেছেন। প্রতিনিধি দলে এছাড়াও রয়েছেন নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডে এবং অরুণ গোয়েল।
ত্রিপুরা সফরের প্রথমদিনে আজ বিকালে কমিশন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে রাজ্য অতিথিশালায় পর্যালোচনা বৈঠকে মিলিত হয়েছেন। বিজেপি, আইপিএফটি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিআই-র প্রতিনিধিরা এদিন কমিশনের সাথে দেখা করেছেন। তাঁরা সকলেই শান্তিপূর্ণ নির্বাচন চেয়েছেন। বিরোধীরা কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর সঠিক মোতায়েন নিশ্চিত করার জন্য আবেদন জানিয়েছেন। তাছাড়া, ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেন এবং ইভিএম-র নিরাপত্তা নিশ্চিত করার দাবিও তাঁরা রেখেছেন।
পরবর্তীতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, এসপিএনও, সিইও এবং এসপিদের সাথে পর্যালোচনা বৈঠক করেছে কমিশন। এই সভায় মুখ্য নির্বাচনী আধিকারিক এবং রাজ্য পুলিশের নোডাল অফিসার বিধানসভা নির্বাচন, ২০২৩-র প্রস্তুতি পর্ব এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কমিশনকে বিস্তারিত তথ্য দিয়ে অবহিত করেন। কমিশন রাজ্যের প্রত্যেকটি জেলায় সম্পূর্ণ নির্বাচনী প্রস্তুতি পর্ব পর্যালোচনা করেন। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার ডিইও এবং এসপিরা তাদের প্রস্তুতি সম্পর্কে কমিশনকে অবহিত করেন।
কমিশন ত্রিপুরায় একটি প্ররোচনামুক্ত ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সংস্থাগুলির নোডাল অফিসারদের সাথেও পর্যালোচনা বৈঠক করেন। আগামীকাল কমিশন নির্বাচনী প্রস্তুতি পর্ব সম্পর্কে রাজ্যের মুখ্যসচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক এবং রাজ্য সরকারের সকল সচিবদের সাথে এক বৈঠকে মিলিত হবেন।এছাড়াও আগামীকাল উজ্জয়ন্ত প্রাসাদের প্রাঙ্গণে একটি এসভিইইপি অনুষ্ঠান করা হবে যেখানে নতুন ভোটারদের মধ্যে ভোটার পরিচয়পত্র প্রদান করা হবে এবং রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সাথে কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরাও ত্রিপুরা সফরে এসেছেন।

