ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি।। ২৬-তম ভূপেন দত্ত ভৌমিক মেমোরিয়াল স্টেট টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৩ আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি মালঞ্চ নিবাসস্থিত স্টেট টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। রাজ্যের খেলোয়াড়রা ইতিমধ্যেই তাদের নিজেদের অনুশীলন শুরু করে দিয়েছে। পুরুষ ও মহিলা সিঙ্গেলস এবং ডাবলস দুই বিভাগেই খেলাগুলি অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দেরকে আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে কোচ চিন্ময় দেববর্মার কাছে নাম জমা দিতে আহবান করা হচ্ছে। ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা: সুজিত রায় এক প্রেস বিবৃতিতে এ খবর জানিয়েছেন।
2023-01-10