নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি ৷৷ কৃষকরা হলেন অন্নদাতা৷ রাজ্যে ক’ষির উন্নয়ন এবং ক’ষকের কল্যাণে কেন্দ্রীয় ও রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে৷ এসমস্ত পরিকল্পনা রাজ্যে রূপায়ণ করা হচ্ছে৷ কৃষকদের সার্বিক বিকাশের জন্য রাজ্যে কিষান ক্রেডিট কার্ড-এর মাধ্যমে ১৩৮৬ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে৷ আজ উদয়পুর বনদোয়ার প্রাথমিক কৃষি গ্রামীণ মার্কেটের উদ্বোধন করে এই কথা বলেন ক’ষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ ক’ষকদের আয় বাড়ানোর জন্য রাজ্য সরকার সার, কৃষি যন্ত্রপাতি বীজ ইত্যাদি প্রদান করছে৷ স্বসহায়ক দলের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ণের জন্যও রাজ্য সরকার কাজ করছে৷
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ৷ স্বাগত বক্তব্য রাখেন ক’ষি ও ক’ষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দ দাস৷ উল্লেখ্য, এই বাজার শেড নির্মাণে ব্যয় হয়েছে ৬০ লক্ষ টাকা৷ এছাড়া এদিন ইছাছড়া প্রাথমিক গ্রামীণ ক’ষি মার্কেটেরও উদ্বোধন করেন ক’ষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ তিনি সেখানে ক’ষকদের সঙ্গে মতবিনিময় করেন৷ ক’ষকদের সার্বিক বিকাশে রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনাগুলি তুলে ধরে বক্তব্য রাখেন তিনি৷ উল্লেখ্য, এই বাজার শেড নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ২৮ লক্ষ ৪৭ হাজার টাকা৷ স্বাগত ভাষণ দেন ক’ষি দপ্তরের অধিকর্তা শরদিন্দ দাস৷ এছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী অভিষেক দেবরায়৷ তিনি আজ তুলামুড়ায় নির্মিত গ্রামীণ ক’ষক উপদেষ্টা কেন্দ্রের উদ্বোধন করে বলেন, কেন্দ্রীয় এবং রাজ্য সরকার ক’ষকদের উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে৷ অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন ক’ষি দপ্তরের অধিকর্তা শরদিন্দ দাস৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকরাবন প’ায়েত সমিতির চেয়ারপার্সন সুুপ্রিয়া সাহা, সমাজসেবী অভিষেক দেবরায়, জিতেন মজমদার সহ বিশিষ্টজনেরা৷ এই কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে ৪৩ লক্ষ টাকা৷ এদিন ক’ষিমন্ত্রী শ্রী সিংহরায় গকুলপুর এগ্রি কমপ্লেে’ জেলা ক’ষি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন৷